মুম্বই: লোঢা কমিটির রায়ের সুপারিশে সুপ্রীম কোর্টের রায় মেনে মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন শরদ পওয়ার৷


রবিবার এমসিএ-র ম্যানেজিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, সুপ্রীম কোর্টের রায় মেনেই বদল হবে মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের সংবিধানে৷ তাই ৭০ বছর পেরিয়ে যাওয়ার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের সভাপতির পদ ছাড়বেন বলে জানিয়েছেন শরদ পওয়ার৷ প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়েছেন, আগামি ৬ মাসের মধ্যেই বদল হবে এমসিএ-র সংবিধান৷ তার মধ্যেই তিনি পদত্যাগ করবেন সভাপতি পদ থেকে৷

৭৫-বছরের পওয়ার জানান, এদিনের বৈঠকে লোঢা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে দীর্ঘ আলোচনা  হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, শীর্ষ আদালতের রায়কে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া হবে। পওয়ার যোগ করেন, প্রথমে সংবিধান বদল করা হবে। তারপর তার খসড়া ম্যানেজিং কমিটিতে অনুমোদন করতে হবে। তারপর এসজিএম-এ সেই খসড়া পাস করাতে হবে।