ফুটবলের মতোই লাল কার্ডের শাস্তি এবার ক্রিকেটেও
Web Desk, ABP Ananda | 08 Mar 2017 04:44 PM (IST)
নয়াদিল্লি: ফুটবল, হকিতে যেমন অন্যায় আচরণের শাস্তি হিসেবে হলুদ বা লাল কার্ড দেখিয়ে খেলোয়াড়দের মাঠের বাইরে পাঠানোর নিয়ম আছে, সেই একই নিয়ম এবার চালু হতে চলেছে ক্রিকেটেও। শৃঙ্খলাভঙ্গের ঘটনায় পেনাল্টি হিসেবে পাঁচ রান এবং ঘটনার গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্ট খেলোয়াড়কে কয়েক ওভার বা গোটা ম্যাচের জন্যই মাঠের বাইরে পাঠানোর নিয়ম চালু করা হচ্ছে। পাশাপাশি, ব্যাটের আকারও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটে একগুচ্ছ নয়া নিয়ম চালু করার কথা জানিয়েছে। ১ অক্টোবর থেকে চালু হচ্ছে এই নিয়ম। এর ফলে ক্রিকেট খেলায় বেশ কিছু বদল আসতে চলেছে। গত ডিসেম্বরে মুম্বইয়ে এক বৈঠকে ক্রিকেটে নয়া নিয়ম চালু করার প্রস্তাব দেয় এমসিসি। সেই প্রস্তাবই এবার নিয়মে পরিণত হতে চলেছে। এমসিসি-র ক্রিকেট বিভাগের প্রধান জন স্টিফেনসন বলেছেন, ‘ক্রিকেট মাঠে খেলোয়াড়দের অভব্য আচরণ বেড়েই চলেছে। এর ফলে বহু আম্পায়ারই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। সেই কারণেই খারাপ আচরণের শাস্তি হিসেবে ক্রিকেটারদের মাঠের বাইরে পাঠানোর নিয়ম চালু করা হচ্ছে। আশা করা যায়, নয়া নিময়ের ফলে আম্পায়াররা আরও ভালভাবে শৃঙ্খলাভঙ্গের ঘটনা সামাল দিতে পারবেন। ক্রিকেটাররা এর ফলে খারাপ আচরণ করতে পারবে না।’ ক্রিকেট ব্যাটের আকার প্রসঙ্গে এমসিসি জানিয়েছে, ব্যাটের প্রস্থ হবে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার, ঘনত্ব ৬৭ মিলিমিটার এবং দুই প্রান্ত হবে ৪০ মিলিমিটার। রান আউট সংক্রান্ত নিয়মেও বদল আনা হচ্ছে। রান নেওয়ার সময় ব্যাটসম্যান যদি ক্রিজে ব্যাট বা শরীরের যে কোনও অংশ ফেলে দেওয়ার পর কোনও কারণে ক্রিজের বাইরে বা শূন্যে থাকেন এবং সেই সময় ফিল্ডার উইকেটে বল লাগিয়ে দেন, তাহলে রান আউট হবে না।