নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে এল নতুন সদস্য। এই নয়া টিম মেট আসলে কোনও খেলোয়াড় নয়, একটা মেশিন।
আসলে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ শ্রীধরণ দলের খেলোয়াড়দের ক্যাচ অনুশীলনের জন্যই এই মেশিন নিয়ে এসেছেন। বিশেষ করে স্লিপ ক্যাচিংর সমস্যা দূর করতে এই মেশিন সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই মেশিনের বৈশিষ্ট্য হল যে, এর মাধ্যমে কাঙ্খিত গতি ও দূরত্ব স্থির করে ক্যাচিং অনুশীলন করানো যায়। ফিল্ডিং কোচ মনে করছেন, এর মাধ্যমে দলের স্লিপ ক্যাচিং আরও ভালো হবে।
এর আগে ব্যাটের সাহায্য স্লিপ ক্যাচের অনুশীলন হত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিখুঁতভাবে অনুশীলন করানো যেত না। এই মেশিনের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে।





বিসিসিআই এক ভিডিও জারি করে এই মেশিনের বিশেষত্ব সম্পর্কে জানিয়েছে। এই ভিডিওতে শ্রীধরনের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলি ও দলে নবাগত পৃথ্বী শ-কে ক্যাচ অনুশীলন করতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ইংল্যান্ড সফরে ভারতীয় দল স্লিপে বেশ কিছু ক্যাচ মিস করেছিল। এর খেসারতও দিতে হয়েছে দলকে। পাঁচ টেস্টের সিরিজ ১-৪ হেরেছিল ভারত।