সাউদাম্পটন: ৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা প্রতিপক্ষকে দিয়েও কোনও লাভ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনদিন এগিয়ে থেকেও টেস্টে হারতে হয়েছে। ২-১ এ এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচ খেলতে ইংল্যান্ডে উড়ে এসেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু শেষ পর্যন্ত ২-২ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এবার লাল বলের খেলা অতীত। সেই হারের কষ্ট ভুলেই আজ থেকে সাদা বলের লড়াইয়ে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলবেন রোহিতরা (Rohit Sharma)।
আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ
বিরাট, বুমরাদের অনুপস্থিতিতে আজ একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছেন রোহিত। আয়ারল্যান্ড সিরিজে যে দল ছিল সেই দলই মূলত খেলতে নামছে। হার্দিক, কার্তিক ছাড়াও নজরে থাকবেন দীপক হুডাও। আয়ারল্যান্ড সিরিজেই নিজের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছেন। তাও এবার টি-টোয়েন্টি ক্রিকেটে। আজকের ম্যাচও হুডা যে প্রথম একাদশে থাকবেন, তা এক প্রকার নিশ্চিত। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সিরিজ থেকেই মূলত দল বেছে নেবে বিসিসিআই। স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহাল তো রয়েইছেন, সঙ্গে রবি বিষ্ণোইও নজরে থাকবেন।
আজকের ম্য়াচে ওপেনিংয়ে রোহিত ও ঈশান জুটিই হয়ত নামবেন। সেক্ষেত্রে তিন নম্বরে সূর্যকুমার যাদব খেলবেন। উইকেটের পেছনে দেখা যাবে কার্তিককে। আয়ারল্যান্ড সিরিজে বিধ্বংসী ব্য়াটিং করতে দেখা গিয়েছে কার্তিককে। পেস বিভাদে ভুবনেশ্বর কুমার নেতৃত্ব দেবেন। এছাড়াও রয়েছেন আবেশ খান, উমরান মালিক।
বুধবার সাংবাদিকদের রোহিত বলেন, 'সুস্থ হয়ে উঠেছি। করোনা হওয়ার পর ৮-৯ দিন কেটে গিয়েছে। যে সমস্ত খেলোয়াড়ের করোনা হয়েছে, তাদের এক একজনের সেরে ওঠার পর এক এক রকম অভিজ্ঞতা হয়েছে। আমার এখনও পর্যন্ত কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন হল প্র্যাক্টিস করছি। আরও ২-৩টে করোনা পরীক্ষা করিয়েছি। সবকটির ফলই নেগেটিভ। কোনও উপসর্গ নেই।'
আরও পড়ুন: চোটে কাহিল, অদম্য লড়াই, অষ্টমবার উইম্বলডনের সেমিতে নাদাল