লন্ডন : দেশের জার্সি গায়ে ফের আধিপত্য মেসি-র। Finalissima-য় ইতালিকে (Italy) হেলায় হারাল আর্জেন্তিনা (Argentina)। মেসির দাপটে ৩-০ ব্যবধানে জয় । ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ান ইতালি-বধের রাতে ফের একবার দেখা গেল মেসি-শো।


ম্যাচের প্রথম অর্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। গোল দুটি করেন- লওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এদিকে প্যারিস সেন্ট-জার্মেনে হতাশাজনক মরসুমের পর, নিজের সেরাটা দিলেন মেসি। 


সাফল্যের ধারাবাহিকতা আর্জেন্তিনার-


দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ২০২১ সালে কোপা আমেরিকা জয় ছিনিয়ে নেওয়া। এরপর এবছরের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন। আসন্ন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদারও আর্জেন্তিনা। এরপর বুধবার রাতে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরল আর্জেন্তিনা। এই পরিস্থিতিতে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনা আরও উজ্জীবিত হয়ে উঠবে, তা বলাই-বাহুল্য। উল্লেখ্য, ৩২ ম্যাচে অপরাজিত তারা। 


ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই পারফরম্যান্স যদি কাতারে দেখাতে পারেন মেসি, তাহলে সাফল্যের মুখ দেখতে পারে দল। আসলে "কোপা আমেরিকার পর সবকিছু বদলে গেছে। এখন আমরা নিজেদের মধ্যেই খেলাটা উপভোগ করছি। খুব সহজেই অনেক কিছু হয়ে যাচ্ছে। আমরা খুবই উত্তেজিত, কিন্তু পা মাটিতে রাখতে হবে।" বলছেন ডি মারিয়া।


বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়েছে আগেই-  


অন্যদিকে ২০২০-র ইউরো ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডকে হারানোর পর ওয়েম্বলিতে একরাশ হতাশা জুটল ইতালির কাছে। প্লে অফ সেমিফাইনালে নর্থ মেসিডিনিয়ার কাছে লজ্জাজনক হারের জেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনেও সক্ষম হয়নি ইতালি।  অপ্রত্যাশিতভাবে স্বপ্নভঙ্গ হয় ইতালির। উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায় নেয় আজ্জুরি-রা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইতালি। উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেই শেষ হয় ইতালির বিশ্বকাপ মিশন। পুরো ম্যাচ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে উত্তর মেসিডোনিয়ার স্ট্রাইকার আলেক্সান্দার ত্রায়কোভস্কির করা গোলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন চুরমার হয় ইউরো চ্যাম্পিয়ন ইতালির।