ইস্ট রাদারফোর্ড (মার্কিন যুক্তরাষ্ট্র): মেসি-বিদায়ে ঘোর সঙ্কটে আর্জেন্টিনার ফুটবল। লিও-র পদানুসরণ করে আন্তর্জাতিক অবসরের ভাবনাচিন্তা করছেন আর্জেন্টিনার অন্তত আরও ছ’জন জাতীয় দলের তারকা! এমনই জোরাল জল্পনায় জর্জরিত গোটা আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাই-ব্রেকারে হেরে যাওয়ার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলনে এসে নিজের সিদ্ধান্তের ঘোষণা করেন এলএম টেন। আর তাতেই আর্জেন্টাইন ফুটবলে অশনি সংকেত দেখতে পাচ্ছে সেদেশের ফুটবল সংস্থা।

খবরে প্রকাশ, নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে মেসি যেমন ইতি টেনেছেন, তেমনই দলের অধিনায়ককে অনুসরণ করতে পারেন প্রথম এগারোর বহু তারকা। অন্তত এমনই খবর সারাদিন প্রচারিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।



মেসির মতোই কোপার পর আন্তর্জাতিক ফুটবলে ইতি টানতে চলেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানো, দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছেই। যদিও, এখনও তিনি সরকারি ভাবে ঘোষণা করেননি, তবুও, এমন সম্ভাবনা প্রায় নিশ্চিত বললেই চলে।

তবে, আরও বড় জল্পনা চলছে আরেক আর্জেন্টাইন তারকা সার্গেই আগুয়েরোকে ঘিরে। শোনা যাচ্ছে, মেসির মতোই জাতীয় দলকে চিরবিদায় জানাতে পারেন তিনি-ও। ম্যাচ শেষে আগুয়েরোর মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

এদিন তাঁকে মেসির জাতীয় টিম থেকে অবসর নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে এই স্ট্রাইকার বলেন, হতে পারে মেসি একমাত্র নয় যে এই সিদ্ধান্ত নিল। তিনি জানিয়ে দেন, দলের অনেকেই ভাবনাচিন্তা করছেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না।

হারার পরই আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসির আকস্মিক বিদায় জানানোর ফলে আর্জেন্টিনার ফুটবল জগতে কালো মেঘের ছায়া জমতে শুরু করে দিয়েছে।



শুধু আগুয়েরো নন, এমনও শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাকে পারেন অ্যাঞ্জেল দি মারিয়া, লাভেজ্জি, হিগুয়েন এবং বিগলিয়া-ও! যদিও, এখনও কোনও ফুটবলারই এবিষয়ে মুখ খোলেননি। তবে, আগুয়েরো জানিয়েছেন, এদিন হেরে যাওয়ার পর শুধু মেসি নয়, গোটা দল একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে।

এদিকে, ইতিমধ্যেই মেসি যাতে নিজের সিদ্ধান্ত বদল করেন, তার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেসি-ভক্তদের থেকে তাঁদের প্রিয় ফুটবলারের কাছে আসছে অনুরোধ। সোশ্যাল মিডিয়ায় ‘#NotevayasLeo’ (যেও না লিও) ‘#Messiquedate’ (থেকে যাও মেসি) নামে হ্যাশট্যাগ আগুনের মতো ছড়িয়ে পড়েছে।