বুয়েনস আইরেস: অবসর ভেঙে ফিরে নিজে গোল করে আর্জেন্তিনাকে জেতানোর পরেই ফের মাঠের বাইরে থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। কুঁচকির চোটের জন্য ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন না মেসি। আর্জেন্তিনার জাতীয় দলের কোচ এডগার্ডো বাওজা এই খবর জানিয়েছেন।
লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলে ১০টি দেশ। বৃহস্পতিবার মেসির গোলে উরুগুয়েকে হারানোর পর এখন আর্জেন্তিনাই গ্রুপের শীর্ষে আছে। প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর্জেন্তিনা সাত ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে। সব দলকেই মোট ১৮টি ম্যাচ খেলতে হবে।
ভেনেজুয়েলা ম্যাচের পরেও ১০টি ম্যাচ বাকি থাকায় মেসির বিষয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ আর্জেন্তিনার কোচ বাওজা। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মেসি খেলতে পারবে না। আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। মেসিকে বিশ্রাম দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাঁর চোট সারানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।’
মেসি খেলতে না পারলেও, মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে জয় পেতে সমস্যা হবে না বলেই আশা আর্জেন্তিনা শিবিরের।
কুঁচকির চোট, ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবেন না মেসি
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2016 10:12 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -