অকল্যান্ড: অভিনয় জগতের একের পর এক ব্যক্তিত্বর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে #MeToo আন্দোলন আলোড়ন ফেলে দিয়েছে। এবার ক্রিকেট মাঠেও সেই আন্দোলন দেখা গেল। ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন কিউয়ি অলরাউন্ডার স্কট কাগেলেইন ব্যাট করতে নামার পরেই এক মহিলা একটি ব্যানার তুলে ধরেন। সেই ব্যানারে লেখা ছিল, ‘নিউজিল্যান্ড ক্রিকেট জেগে ওঠো। #MeToo’।


কাগেলেইনের বিরুদ্ধে ২০১৫ সালে হ্যামিলটনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। আদালতে বিচার চলাকালীন এই ক্রিকেটার জানান, তিনি দু’বার ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। ওই মহিলা কয়েকবার আপত্তি জানান। পরের দিন তিনি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন। ২০১৬ সালে বিচারপতিরা কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। তবে ২০১৭ সালে কাগেলেইনকে বেকসুর খালাস করে আদালত। তবে অনেকেই এই রায় মানতে পারছেন না। ওয়েলিংটনে প্রথম টি-২০ ম্যাচেও এক মহিলা কাগেলেইনের বিরুদ্ধে ব্যানার তুলে ধরেছিলেন। নিরাপত্তারক্ষীরা সেই ব্যানার সরিয়ে দেন। পরে অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চায় নিউজিল্যান্ড ক্রিকেট ও স্টেডিয়াম কর্তৃপক্ষ। দ্বিতীয় টি-২০ ম্যাচেও একই ধরনের ব্যানার দেখা গেল।