দুবাই: আজ আইপিএল ফাইনাল। পঞ্চমবার ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, প্রথমবার ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার। জমজমাট লড়াই দেখার ক্রিকেটপ্রেমীরা।


এবার দেখে নেওয়া যাক ফাইনালে দু’দলের হয়ে কারা খেলতে নামছেন-

দিল্লি ক্যাপিটালস দল- মার্কাস স্টোইনিস, শিখর ধবন, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আয়ার (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ঋষভ পন্থ, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, প্রবীণ দুবে ও অ্যানরিক নর্তিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স দল- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কাইরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, নাথান কুল্টার-নাইল, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

করোনা আবহে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয় এ বছরের আইপিএল। আজ সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ম্যাচ। ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দু’টি দল। তবে, খাতায় কলমে হোক বা ধারাবাহিকতায়, ফেভারিট নিঃসন্দেহে রোহিতের মুম্বই। খেতাব ধরে রাখার লক্ষ্যে ঝাঁপাবে যারা। ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯-এ চ্যাম্পিয়ন হওয়ার পর পঞ্চমবার আইপিএল খেতাব জিতে ইতিহাস গড়ার হাতছানি মুম্বইয়ের সামনে।

প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সই ফেভারিট। গত ম্যাচগুলো দেখে মনে হয়েছে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন বিভাগেই এগিয়ে রোহিতরা। টিমটার ৭, ৮ নম্বরে যে ব্যাটিং করতে নামবে, তারাও ম্যাচ বের করতে পারে।’

তবে শ্রেয়সদের কোনওভাবেই খাটো করা যাবে না। কারণ, দলটা একেবারেই হেলাফেলা করার মতো নয়। এই প্রতিযোগিতার শুরু থেকেই ছন্দে দিল্লি। শেষদিকে কয়েকটি ম্যাচ হেরে গেলেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে দিল্লি। এখান থেকে খালি হাতে ফিরতে চাইবেন না শ্রেয়সরা।