মুম্বই: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের বিগত তিন ম্যাচেই ২০০-র অধিক রান তাড়া করে ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত বাহিনী বেশ ভাল ছন্দেও রয়েছে। সেই ফর্ম নিয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগনোর লক্ষ্যে আজ গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে পল্টনরা। অপরদিকে, লিগ শীর্ষে থাকা গুজরাত টাইটান্স (Gujarat Titans) এই ম্যাচে জিতলেই আবার আইপিএলের লিগ তালিকায় প্রথম দুই স্থানে থাকা পাকা করে ফেলবে। গুজরাত আবার নিজেদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষকে ১৩০, ১১৮ ও ১৭১ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে। তাই মুম্বইয়ের ব্যাটার বনাম গুজরাতের বোলারদের এক হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।


একদা ওয়াংখেড়েই ছিল তাঁর কর্মক্ষেত্র, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু সেইসব দিন এখন অতীত। বর্তমানে হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের অধিনায়ক। ইতিমধ্যেই অধিনায়ক হিসাবে একটি আইপিএল জিতে নিয়েছেন হার্দিক। আজ নিজের সেই পুরনো দলের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন তিনি। ইতিমধ্যেই আট ম্যাচ জিতে প্লে-অফের স্থান কার্যত পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের তিন ম্যাচের মধ্যে অন্তত দুইটি ম্যাচ জিততে হবে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মার ব্যাট হাতে ফর্মও নেই। তাই একদিকে যেখানে ভারতীয় দলের অধিনায়ক বনাম সহ-অধিনায়কের লড়াইয়ের দিকে নজর থাকবে, তেমনই নজর থাকবে ব্য়াটার রোহিতের দিকেও। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার।


কবে খেলা


আজ ১২ মে, শুক্রবার গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে


কোথায় দেখবেন?


টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এই ম্যাচটি


গত সাক্ষাৎ


এই মরসুমে এই দুই দল ইতিমধ্যেই একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে শুভমন গিলের অর্ধশতরান এবং তারপর আফগান স্পিনারদ্বয়ের দুরন্ত বোলিংয়ের সুবাদে ৫৫ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে গুজরাত টাইটান্স।


হেড-টু-হেড


এর আগে দুই দলের দুইবার মুখোমুখি সাক্ষাৎকারে একটি ম্যাচ জিতেছে গুজরাত টাইটান্স ও একটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।


আরও পড়ুন: গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি