মুম্বই: জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। তবে একসময় রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ক্যামেরন গ্রিনের (Cameron Green) দাপটে তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু শেষমেশ লড়াই করেও  রানে হারতেই হল পল্টনদের। চাপের মুখে শেষ ওভারে দুরন্তভাবে ১৬ রানে ডিফেন্ড করলেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। শেষ ওভারে মাত্র দুই রান খরচ করে দুই উইকেট নেন অর্শদীপ। নির্ধারিত ২০ ওভারে ২০১/৬ থামল মুম্বইয়ের ইনিংস।


বড় রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা একেবারেই ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ঈশান কিষাণকে মাত্র এক রানে সাজঘরে ফেরান অর্শদীপ। তবে ঈশান এক রানে ফিরলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্যামেরন গ্রিন ও দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। অবশ্য রোহিত দুরন্ত ছন্দ থাকলেও অর্ধশতরান হাতছাড়া করেন। ৪৪ রানে তাঁর মহামূল্যবান উইকেটটি নেন লিয়াম লিভিংস্টোন।


রোহিত আউট হলে গ্রিনকে সঙ্গ দিতে আসেন সূর্যকুমার যাদব। সূর্যর ফর্ম নিয়ে গোটা আইপিএল জুড়েই প্রশ্ন উঠেছে। এদিন কিন্তু তিনি শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করা শুরু করেন। গ্রিন ও সূর্যকুমারের পার্টনারশিপের দৌলতেই মুম্বই ইন্ডিয়ান্স একসময় তড়তড় করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। শেষমেশ ন্যাথান এলিস স্বদেশীয় গ্রিনকে ৬৭ রানে সাজঘরে ফিরিয়ে পাঞ্জাবকে লড়াইয়ে ফেরান। ম্যাচে অবশ্য তখনও মুম্বই খানিকটা এগিয়েই ছিল।


এরপরেই শুরু হয়ে অর্শদীপ ম্যাজিক। ১৮তম ওভারে সেট সূর্যকুমার যাদবকে ৫৭ রানে ফিরিয়েই তিনি পাঞ্জাব সমর্থকদের মনে আশা জাগান। এরপরে বিশতম ওভারে ফুল লেংথের নিখুঁত বোলিংয়ে তিলক বর্মা (৩) ও নেহাল ওয়াদেরাকে (০) সাজঘরে ফেরান তিনি। টিম ডেভিড ১৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে মুম্বইকে জেতানোর চেষ্টা করেছিলেন বটে। তবে তিনি ব্যর্থ হন। শেষ ওভারে মাত্র একটি বল খেলতে পারেন সেট ডেভিড। তিনি আরও স্ট্রাইক পেলে হয়তো ম্যাচের রং ভিন্ন হলেও হতে পারত।


 






আরও পড়ুন: বৃষ্টিতে কি ভেস্তে যাবে সুপার সানডে? টস জিতলে রান তাড়া করার অঙ্ক