লন্ডন: একটা সময় বল হাতে ছিলেন ব্যাটসম্যানদের কাছে ত্রাস। এখন তাঁর বাক্যবাণে বিদ্ধ হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তৃতীয় টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটেছে ভারতের। ওই জয়ে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া অন্য যে দুই ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁদেরকেই নিশানা করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। প্রথমে হার্দিক পান্ড্য, পরে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে নিশানা করেছেন হোল্ডিং।
এর আগে হোল্ডিং হার্দিকের খেলা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, দলে কী জন্যে হার্দিক রয়েছেন, তা বোধগম্য নয়। ট্রেন্টব্রিজ টেস্টের আগে এ কথা বলেছিলেন হোল্ডিং। তিনি বলেছিলেন, টেস্ট দলে থাকার যোগ্যই নন হার্দিক। ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট, পরে ব্যাট হাতে অর্ধশতরান করে সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক। ওই টেস্টে চোট সারিয়ে দলে ফিরে বল হাতে অসাধারণ পারফর্ম করেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহও। এবার সেই বুমরাহকে এবার নিশানা করলেন হোল্ডিং।
বুমরাহ ভারতের পেস বোলিং অ্যাটাকের অন্যতম স্তম্ভ হয়ে উঠতে চলেছেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। ট্রেন্টব্রিজ টেস্টে দ্বিতীয় ইনিংসের পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন বুমরাহ।
এরইমধ্যে হোল্ডিং বলে বসলেন টেস্ট ক্রিকেটে নতুন বলে বোলিং করার উপযুক্ত নন বুমরাহ। এক সাক্ষাতকারে হোল্ডিং বলেছেন, তিনি ভারতীয় দলের অধিনায়ক হলে বুমরাহকে নতুন বলে বোলিং করাতেন না।
হোল্ডিং এমন একটা সময় এ কথা বললেন যখন বুমরাহ নতুন বলেই ট্রেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। এরইমধ্যে দুবার পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।