নয়াদিল্লি: আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগীতা আটটি দলের মধ্যে। এই টুর্নামেন্টে প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত একটি বিশেষ খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির ব্যাটসম্যানের ব্যাটে লাগানো হবে মাইক্রো চিপ। এর ফলে ম্যাচ দেখা দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনও পেসারের বাউন্সারে কোনও ব্যাটসম্যান কত দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তা দর্শকদের কাছে পৌঁছে যাবে। অথবা কোনও ব্যাটসম্যানের ব্যাট থেকে বল কত দ্রুত গতিতে বাউন্ডারিতে পৌঁছল, তাও জানা যাবে মাইক্রো চিপের দৌলতে।
জানা গেছে, আইসিসি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের তিনজন ব্যাটসম্যানের ব্যাটে এই চিপ লাগাবে। তবে কোনও টিমের কোন কোন ব্যাটসম্যানের ব্যাটে এই মাইক্রোচিপস থাকবে, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, খেলাধুলোয় মাইক্রোচিপের এই ব্যবহার নতুন নয়। ২০১৬-তে আমেরিকায় এনএফএল রাগবি লিগে মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে বলে লাগানো হয়েছিল এই মাইক্রোচিপ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে লাগানো হবে মাইক্রোচিপ
ABP Ananda, web desk
Updated at:
29 May 2017 08:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -