নয়াদিল্লি: সারা দেশে দৌড়কে খেলা হিসেবে আরও জনপ্রিয় করতে ‘দ্য গ্রেট ইন্ডিয়া রান’-এ অংশ নিতে চলেছেন অভিনেতা মিলিন্দ সোমন।

আগামী ১৭ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আমদাবাদ থেকে সিলভাসা হয়ে মুম্বই – মোট ৫৭০ কিলোমিটার দৌড়বেন ‘আয়রনম্যান’ সোমন। দেশ-বিদেশের মোট ১৫ জন আল্ট্রা-ম্যারাথনার এই প্রতিযোগিতায় অংশ নেবেন। মোট দৌড় হবে ১৪৮০ কিলোমিটারের। এতে ছয়টি রাজ্য দিয়ে পার করবেন প্রতিযোগীরা। ম্যারাথনের রুট উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র এবং দিল্লির মধ্যে দিয়ে যাবে।

এই দৌড়ের প্রতিযোগিতাকে প্রতি বছর যাতে আয়োজন করা যায়, তার জন্য পরিকল্পনা করছে দুটি বেসরকারি সংস্থা। দেশে ভবিষ্যৎ অলিম্পিয়ানদের সহায়তার লক্ষ্যে এই প্রতিযোগিতা থেকে অর্জিত আয় ক্রীড়া উন্নয়নের সঙ্গে জড়িত একটি স্বেচ্ছাসবী সংগঠনকে দান করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।