মুম্বই: এবারের আইপিএল-এ চোটের জন্য নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গাকে পাওয়া যাবে কি না, সেটা নিয়েও সংশয় রয়েছে। আজ এমনই জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে মুম্বই। তার আগে জয়বর্ধনে জানিয়েছেন, ‘চার সপ্তাহ আগে একটি ম্যাচ খেলার সময় চোট পান মিলনে। আমরা ওর ফিটনেস রিপোর্ট পাওয়ার অপেক্ষায় ছিলাম। দু’দিন আগে সেই রিপোর্ট পাওয়া গিয়েছে। তাতে বলা হয়েছে, ও ১০০ শতাংশ ফিট নয়। ও হয়তো আইপিএল-এ খেলতে পারবে না। আমাদের বিকল্প ক্রিকেটার বেছে নিতে হবে। আমরা এ বিষয়ে ভাবনা-চিন্তা করছি। তবে এখনও অন্য কাউকে নেওয়া হয়নি।’
মালিঙ্গা এখন শ্রীলঙ্কার হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত। আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে পাবে না মুম্বই। জয়বর্ধনে জানিয়েছেন, আইপিএল-এর নিলামের সময় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট জানত না, এপ্রিলের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য শ্রীলঙ্কার সব ক্রিকেটারের এই প্রতিযোগিতায় খেলা বাধ্যতামূলক। ফলে মালিঙ্গা আইপিএল-এ খেলবেন কি না বা কবে থেকে খেলবেন, সেটা এখনও স্পষ্ট নয়।
চোটের জন্য আইপিএল-এ নেই অ্যাডাম মিলনে, মালিঙ্গাকে নিয়েও অনিশ্চয়তা, সমস্যায় মুম্বই ইন্ডিয়ান্স
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2019 10:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -