লডারহিল (ফ্লোরিডা): আমেরিকায় ক্রিকেটের বাজার ধরার চেষ্টা শুরু করে দিলেও, এদেশে এখনই ‘মিনি আইপিএল’ আয়োজন করছে না বিসিসিআই। সময়ের তারতম্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, ‘সময়ের পার্থক্যটা বুঝতে হবে আমাদের। ভারতে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত আইপিএল হয়। তাই সেই সময়ে ভারতে ম্যাচ সম্প্রচার করতে হলে আমেরিকার ইস্ট কোস্টে দিনের বেলা খেলার ব্যবস্থা করতে হবে। সম্প্রচার একটা বড় বিষয়। ভারতের বাইরে খেলা দিয়ে দেশের দর্শকদের বঞ্চিত করা যাবে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রদেশে খেলা হবে? এটা একটা কঠিন কাজ।’

 

বোর্ড সভাপতি আরও বলেছেন, তাঁরা ভারতের বাইরে আইপিএল আয়োজন করার কথা ভাবছেন না। ভারতেই আইপিএল আয়োজন করা হবে। তবে অন্য অনেক উপায় আছে। সে বিষয়ে পরে জানানো হবে।  এ বছরের জুন মাসে বোর্ড ঘোষণা করেছিল, সেপ্টেম্বরে বিদেশে ‘মিনি আইপিএল’ আয়োজন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিশাহীতে এই প্রতিযোগিতা আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছিল। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন বোর্ড সভাপতি।