নয়াদিল্লি: লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় কুস্তিগীর যোগেশ্বর দত্তকে রুপো পাওয়ার জন্য বিশ্ব ডোপ বিরোধী সংস্থার (ওয়াডা) ছাড়পত্রের অপেক্ষা করতে হবে। যোগেশ্বরের নমুনা পরীক্ষা করবে ওয়াডা। সেই পরীক্ষায় ভালভাবে উতরে গেলে তবেই রুপো পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন এই ভারতীয় কুস্তিগীর।


 

নাম গোপন রাখার শর্তে ভারতীয় কুস্তি ফেডারেশনের এক কর্তা বলেছেন, ‘যোগেশ্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছে। ডোপ পরীক্ষার ফল তাঁর পক্ষে গেলে তবেই তিনি রুপো পাবেন।’

 

ওয়াডার নতুন নিয়ম অনুসারে, যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেওয়া অ্যাথলিটদের নমুনা ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হচ্ছে। যাতে প্রয়োজন অনুসারে যে কোনও সময় পরীক্ষা করা যায়। দেরিতে হলেও ডোপিং করা অ্যাথলিটদের সাজা দেওয়ার লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে।

 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বেজিং ও লন্ডন অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিটদের নমুনা নতুন করে পরীক্ষা করছে। অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও পদকজয়ীদের ডোপ পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষাও আওতায় যোগেশ্বরও আছেন।