নয়াদিল্লি: বিভিন্ন খেলার জন্য বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে এবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রীড়ামন্ত্রক। নয়াদিল্লিতে সাই ও ক্রীড়ামন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।
ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হলে অনেক বিদেশি কোচ আবেদন করবেন। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনও একাধিক কোচের নাম প্রস্তাব করবে। তাঁদের মধ্যে থেকে যাঁকে সেরা মনে করা হবে, তাঁকেই কোচ নিয়োগ করবে নির্বাচক কমিটি।
অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতির জন্য বিদেশি কোচ নিয়োগ করা হয়। এবার থেকে পারফরম্যান্স বিবেচনা করেই বিদেশি কোচেদের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে ক্রীড়ামন্ত্রক সূত্রে জানা গিয়েছে। অ্যাথলিটদের পাশাপাশি এবার থেকে ভারতীয় কোচেদেরও প্রশিক্ষণ দেওয়ার নির্দেশে দেওয়া হবে বিদেশি কোচেদের। তাঁদের চুক্তির মধ্যে এই বিষয়টি যুক্ত করা হবে।
বিদেশি কোচ নিয়োগে বিজ্ঞাপন, সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Oct 2016 04:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -