মার্টিনাদের হারিয়ে এককভাবে ডাবলস র্যাঙ্কিংয়ের শীর্ষে সানিয়া
Web Desk, ABP Ananda | 22 Aug 2016 07:03 AM (IST)
সিনসিনাটি: নতুন পার্টনার বারবোরা স্ট্রাইকোভাকে নিয়ে সদ্য প্রাক্তন সঙ্গী মার্টিনা হিঙ্গিস ও কোকো ভ্যান্ডেওয়েঘিকে হারিয়ে সিনসিনাটির টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সানিয়া মির্জা। এরই সঙ্গে এককভাবে মহিলাদের ডাবলস র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতের এই তারকা। রিও অলিম্পিকে মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলসে পদক জিততে ব্যর্থ হন সানিয়া। অন্যদিকে, মার্টিনা মহিলা ডাবলসে টিমিয়া বাসিনস্কির সঙ্গে জুটি বেঁধে তাঁর দেশ সুইৎজারল্যান্ডকে রুপো জিতিয়েছেন। তবে সিনসিনাটিতে মার্টিনাকে টেক্কা দিলেন সানিয়া। তাঁরা ফাইনালে প্রথম সেটে ১-৫ পিছিয়ে থাকা অবস্থায় অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৭-৫ জেতার পর দ্বিতীয় সেট ৬-৪ জিতে নিলেন। নতুন পার্টনারকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সানিয়া বলেছেন, ‘আমাদের এই জুটির সবচেয়ে বড় গুণ যেটা দেখছি তা হল, আমরা পয়েন্টের দিকে না তাকিয়ে শেষপর্যন্ত লড়াই করি। এই টুর্নামেন্টে আমরা যখনই পিছিয়ে পড়েছিলাম, তখনই লড়াই করে ফিরে এসেছি।’ আলাদা হওয়ার পর এই প্রথম মার্টিনার বিরুদ্ধে খেললেন সানিয়া। তাঁরা অক্টোবরে ডবলুটিএ ট্যুর চ্যাম্পিয়নশিপে একসঙ্গে খেলবেন। তার আগে এই ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলা তাঁদের দু জনের কাছেই কঠিন ছিল বলে জানিয়েছেন সানিয়া। তাঁর দাবি, মার্টিনা এখনও তাঁর ভাল বন্ধু। ফাইনালে তাঁদের দেখা হওয়ায় ভাল হয়েছে।