গতকালের ম্যাচে দিল্লির ইনিংসের শেষ ওভারে খলিল আহমেদের একটি বল মারতে গিয়ে ফস্কান অমিত। এরপর তিনি ছুটে রান নিতে যান। হায়দরাবাদের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা খলিলের দিকে বল ছুঁড়ে দেন। খলিলের থ্রো যাতে উইকেটে না লাগে, সেটা নিশ্চিত করার জন্য পিচের মাঝখান দিয়ে ছুটতে থাকেন অমিত। তাঁর পায়ে লাগে খলিলের থ্রো। হায়দরাবাদের ক্রিকেটাররা আউটের আবেদন জানান। তৃতীয় আম্পায়ার সেই আবেদনে সাড়া দেন।