গতকালের ম্যাচে দিল্লির ইনিংসের শেষ ওভারে খলিল আহমেদের একটি বল মারতে গিয়ে ফস্কান অমিত। এরপর তিনি ছুটে রান নিতে যান। হায়দরাবাদের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা খলিলের দিকে বল ছুঁড়ে দেন। খলিলের থ্রো যাতে উইকেটে না লাগে, সেটা নিশ্চিত করার জন্য পিচের মাঝখান দিয়ে ছুটতে থাকেন অমিত। তাঁর পায়ে লাগে খলিলের থ্রো। হায়দরাবাদের ক্রিকেটাররা আউটের আবেদন জানান। তৃতীয় আম্পায়ার সেই আবেদনে সাড়া দেন। দেখুন, আইপিএল-এ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট অমিত মিশ্র
Web Desk, ABP Ananda | 09 May 2019 02:43 PM (IST)
এর আগে ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ও পুণে ওয়ারিয়র্সের ম্যাচে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন ইউসুফ পঠান।
বিশাখাপত্তনম: আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর জন্য আউট হলেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র। গতকাল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এভাবে আউট হন অমিত। এর আগে ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ও পুণে ওয়ারিয়র্সের ম্যাচে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন ইউসুফ পঠান।