চেন্নাই: সাইক্লোন ভরদার দাপটে চিপকের আউটফিল্ড এবং ইন্ডোর ক্ষতিগ্রস্ত হওয়ায় চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের আগে নেটে অনুশীলন করতে পারেনি ভারত-ইংল্যান্ড। তবে এটা নিয়ে কোনও অভিযোগ নেই ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুকের। তাঁর কাছে বরং মানুষের দুর্ভোগ এবং মৃত্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আগামীকাল থেকে শুরু হচ্ছে চেন্নাই টেস্ট। তার আগে কুক বলেছেন, ‘ক্রিকেটারদের সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে হয়। এটা আমার ১৪০-তম টেস্ট হতে চলেছে। এর আগে কোনওদিন নেটে অনুশীলন না করে টেস্ট ম্যাচ খেলিনি। কিন্তু সাইক্লোনের ফলে মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতির বিষয়টা মাথায় রাখতে হবে। মানুষকে যে সমস্যায় পড়তে হয়েছে তার তুলনায় নেটে অনুশীলন করতে না পারা ততটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। আমরা বিমানবন্দর থেকে হোটেল এবং স্টেডিয়ামে এসেছি। এই পথেই চারপাশের পরিস্থিতি দেখে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে।’

সাইক্লোনের দাপটে চেন্নাই সহ তামিলনাড়ুতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। চিপকও প্রকৃতির রোষের হাত থেকে রেহাই পায়নি। তবে পিচের কোনও ক্ষতি হয়নি। মাঠকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আউটফিল্ড শুকনো করার চেষ্টা করছেন। পিচ শুকনো করতে কয়লা পোড়ানো হচ্ছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কাশী বিশ্বনাথনের আশা, নির্ধারিত সময়েই শুরু হবে পঞ্চম টেস্ট।