কিংস্টন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) আর বেশিদিন বাকি নেই। তার আগে সবক'টি দলই টি-টোয়েন্টি প্রস্তুতি সেরে নিতে চাইছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলছে নিউজিল্যান্ড (WI vs NZ)। যে সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩ রানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। সেই সঙ্গে সিরিজে ১-০ এগিয়েও গেল।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত ২০ ওভারে খেলে ৭ উইকেট হারিয়ে ১৭২ রানে আটকে যায়। মাত্র ১৩ রানে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ১৯ রানে ৩ উিকেট নিয়েছেন। তিনিই ম্যাচের সেরা।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। মার্টিন গাপ্টিল ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি প্রথম উইকেটে ৬২ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে। গাপ্টিল ১৭ বলে ১৬ রান করেন ও কনওয়ে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। কনওয়ে চারটি বাউন্ডারি ও ২ ছক্কা মারেন।
তবে নজর কেড়ে নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও, যতক্ষণ তিনি উইকেটে ছিলেন, ততক্ষণ দারুণ ব্যাট করেন। এদিন কেন উইলিয়ামসন মিডল অর্ডারে প্রত্যাবর্তন করেন এবং খেলেন দুর্দান্ত একটি ইনিংস। মাত্র ৩৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় সাজানো ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। লোয়ার মিডল অর্ডারে জিমি নিশাম ১৫ বলে অপরাজিত ৩৩ রান করে নিজের দলকে বড় স্কোরে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডেন স্মিথ ৩২ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্রুতই প্রথম উইকেট হারান ক্যারিবিয়ানরা। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার কাইল মেয়ার্স। অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ১৫ রান করেন। শিমরন হেটমায়ারও মাত্র ২ রান করে আউট হন। শামরাহ ব্রুকস ৪২ রানের ইনিংস খেললেও দল ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে লোয়ার অর্ডার ব্যাটাররা লড়াই শুরু করেন। জেসন হোল্ডার ২৫ ও রোভম্যান পাওয়েল ১৮ রান করেন। এছাড়া রোমারিও শেফার্ড ১৬ বলে ৩১ রানের ইনিংস খেলেন। ওডেন স্মিথ ১২ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন: পদকজয় বদলে দিয়েছে জীবন! সেনাবাহিনীতে পদোন্নতির পথে অচিন্ত্য