মেলবোর্ন: অনুশীলনে চোট পেয়ে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের বাঁ পায়ের শিনবোনে অস্ত্রোপচার করতে হল। ৩০টি সেলাই পড়েছে। তবে হাড় ভাঙেনি বা চিড় ধরেনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে আগেই বিশ্রাম দেওয়া হয়েছিল স্টার্ককে। কিন্তু তা সত্ত্বেও অনুশীলনে খামতি ছিল না এই পেসারের। তবে সেই অনুশীলনেই বিপত্তি ঘটল। অনুশীলনে ব্যবহৃত কিছু সরঞ্জামে ধাক্কা লেগে বাঁ পায়ের শিনবোনে মারাত্মক চোট পান স্টার্ক। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই অস্ত্রোপচার হয়।
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শন মার্শের আঙুল ভেঙেছিল। এরপর বৃহস্পতিবারই অনুশীলন চলাকালীন কাফ মাসলে চোট পান অলরাউন্ডার জেমস ফকনার। তারপর স্টার্কের চোট অস্ট্রেলিয়ার সমস্যা বাড়াল।
অস্ট্রেলিয়ার নির্বাচকরা অবশ্য মনে করছেন, স্টার্কের চোট মারাত্মক নয়। তাঁদের আশা, নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগেই সুস্থ হয়ে যাবেন এই পেসার।
অনুশীলনে চোট, মিচেল স্টার্কের পায়ে ৩০টি সেলাই
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 05:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -