কলকাতা: রাঁচিতে সদ্যসমাপ্ত টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া- উভয় দলেরই অফস্পিনারদের পারফরম্যান্স ছিল একেবারেই নিরাশাজনক। এর পিছনে অসি পেসার মিচেল স্টার্কের না খেলাটা একটা বড় ফ্যাক্টর বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতকাল দুই দলের চলতি সিরিজের তৃতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সৌরভ বলেছেন, রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েসনের পিচে রবিচন্দ্রন অশ্বিন ও নাথন লিয়নের মতো অফস্পিনাররা অফ স্ট্যাম্পের বাইরে রাফ পাননি। ওই রাফ সাধারণত, বাঁ হাতি পেসাররা তৈরি করে থাকেন।
উল্লেখ্য, চোটের কারণে রাঁচি টেস্টে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্টার্ক। সৌরভ বলেছেন, অফস্পিনাররা রাঁচিতে উইকেট পাননি। এর কারণ, ম্যাচে স্টার্ক খেলেননি। তাই অফ স্ট্যাম্পের বাইরে রাফ তৈরি হয়নি।
রাঁচি টেস্টে দুটি ইনিংসে মোট ৬৪ ওভারে ১৮৫ রান দিয়ে মাত্র দুটি উইকেট পেয়েছেন অশ্বিন। অন্যদিকে অস্ট্রেলিয়ার লিয়ন একটি মাত্র উইকেট পেয়েছেন। তাও আবার ম্যারাথন ইনিংস খেলা ক্লান্ত  চেতেশ্বর পূজারার উইকেট।