হ্যামিলটন: নয়া নজির মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ভারতের অধিনায়ক মিতালি রাজের। আজ প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তিনি ২০০-তম একদিনের ম্যাচ খেললেন। ৩৬ বছরের এই ক্রিকেটার মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি ২০০ ম্যাচে ৫১.৩৩ গড়ে ৬,৬২২ রান করেছেন। শতরান সাতটি।


আজ অবশ্য ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি মিতালি। ২৮ বলে তিনি মাত্র ৯ রান করেই আউট হয়ে যান। ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫২ রান করেন দীপ্তি শর্মা। ২৯.২ ওভারেই দু’উইকেট হারিয়ে ভারতের রান টপকে যায় নিউজিল্যান্ড। প্রথম দু’টি ম্যাচই জিতে যাওয়ায় আগেই ভারতের সিরিজ জয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ নিয়মরক্ষার ম্যাচ আট উইকেটে জিতে মুখরক্ষা করল নিউজিল্যান্ড।

ম্যাচের পর মিতালি বলেছেন, ‘নিউজিল্যান্ডে প্রথম সিরিজ জিতে আমি খুশি। দীপ্তি (শর্মা), জেমিমার (রডরিগেজ) মতো কমবয়সিরা রান পাওয়ায় আমি খুশি। আমরা কয়েকটি বিষয় দেখে নিতে চেয়েছিলাম। বোলাররা গোটা সিরিজেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আজ অবশ্য আমরা যথেষ্ট রান করতে পারিনি।’