কুয়ালালামপুর: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০-তে ২,০০০ রান পূরণ করলেন মিতালি রাজ। আজ মহিলাদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন মিতালি। আজ তিনি ২৩ রান করেন। ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখন তাঁর মোট রান ২,০১৫।



ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে কেউই এখনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২,০০০ রান করতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি ১,৯৮৩ রান করেছেন। রোহিত শর্মা ১,৮৫২ ও সুরেশ রায়না ১,৪৯৯ রান করেছেন। তাঁদের টপকে এই নজির গড়ায় আইসিসি ও বিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে মিতালিকে অভিনন্দন জানানো হয়েছে।



মিতালির আগে অবশ্য ৬ জন মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২,০০০-এর বেশি রান করেছেন। সর্বোচ্চ ২,৬০৫ রান করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর ২,৫৮২ এবং নিউজিল্যান্ডের সুজি বেটস ২,৫১৫ রান করেছেন।