লন্ডন: এবারের মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিতালি রাজ। ভারতের অধিনায়কের পাশাপাশি দলে আছেন হরমনপ্রীত কউর ও দীপ্তি শর্মা। দলে আছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন এবং অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার।
গতকাল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৯ রানে হেরে গেলেও, গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন মিতালি। তিনি মোট ৪০৯ রান করেছেন। সেই কারণেই তাঁকে বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হল। হরমনপ্রীত সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানে অপরাজিত ছিলেন। দীপ্তি শর্মাও এবারের বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই এই দুই ক্রিকেটার সেরা একাদশে সুযোগ পেয়েছেন।
আইসিসি মহিলা বিশ্বকাপ একাদশের অধিনায়ক মিতালি
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2017 06:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -