লন্ডন: এবারের মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিতালি রাজ। ভারতের অধিনায়কের পাশাপাশি দলে আছেন হরমনপ্রীত কউর ও দীপ্তি শর্মা। দলে আছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন এবং অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার।

গতকাল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৯ রানে হেরে গেলেও, গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন মিতালি। তিনি মোট ৪০৯ রান করেছেন। সেই কারণেই তাঁকে বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হল। হরমনপ্রীত সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানে অপরাজিত ছিলেন। দীপ্তি শর্মাও এবারের বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই এই দুই ক্রিকেটার সেরা একাদশে সুযোগ পেয়েছেন।