চেন্নাই: ছক্কা মারার লড়াই। মহেন্দ্র সিংহ ধোনি ও ম্যাথু হেডেনের টক্করের সাক্ষী থাকল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। এই লড়াই দিয়ে শুরু হল তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল)-এর দ্বিতীয় মরশুম। হেডেনের সঙ্গে লড়াইয়ে তিনটি বল মাঠের বাইরে পাঠালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনি।

ধোনি ও হেডেন দুজনেই আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের প্লেয়ার ছিলেন। দু বছরের নির্বাচন কাটিয়ে ফের আইপিএলে ফিরছে চেন্নাই। গত শনিবার টিএনপিএলের উদ্বোধনে ছয় মারার প্রতিযোগিতায় বোলিং মেশিন থেকে ছোঁড়া তিনটি বলেই ছক্কা মারলেন ধোনি। তাঁর পরনে ছিল চেন্নাইয়ের হলুদ রঙা জার্সি।

ধোনি ও হেডেন- দুজনেই হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে পরিচিত। হেডেন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ১৮২ টি ছক্কা মেরেছেন। ধোনি এখনও পর্যন্ত ৩২২ টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।