নয়াদিল্লি:  মিতালি রাজ মানে দক্ষতা, ধৈর্য্য ও পারফরম্যান্সের মিশেল। মিতালি রাজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। কিছুদিন আগেই মেয়েদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল মিতালির দল। অসাধারণ ক্রীড়া নৈপুন্য, খেলোয়াড়োচিত মানসিকতা ও দায়িত্ববোধের জন্য পরিচিত মিতালি। অথচ ইন্টারনেটে এক শ্রেণীর লোক ওই গুণাবলী না দেখে খুঁট ধরতেই ব্যস্ত। তবে কোনও বেমাক্কা প্রশ্নের সম্মুখীন হতে হলে সপাটে জবাব দিতেও পিছপা হন না তিনি। কিছুদিন আগেই তাঁর পছন্দের পুরুষ ক্রিকেটার কে জানতে চাওয়া হলে মুখের মতো জবাব শুনিয়ে দিয়েছিলেন মিতালি। বলেছিলেন, একজন পুরুষ ক্রিকেটারকে কি এ ধরনের প্রশ্ন করতে পারেন? এবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটা প্রোমোশনাল ইভেন্টের ছবি পোস্ট করেছিলেন মিতালি। সেই ছবিতে পোশাকের একটা অংশ ঘামে ভেজা ছিল। তাই দেখে একজন মিতালিকে কটাক্ষ করার চেষ্টা করেন। এর উত্তরে  মিতালি  যা বলেছেন, তা অসাধারণ। মিতালির ট্যুইট, মাঠে ঘাম ঝরিয়েই আজ আমি এখানে পৌঁছেছি। আমি লজ্জিত হওয়ার কোনও কারনই দেখছি না। একটা ক্রিকেট অকাদেমির উদ্বোধনের জন্য আমি মাঠে ছিলাম।