নয়াদিল্লি: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারে হতাশ হলেও, রবীন্দ্র জাডেজা-মহেন্দ্র সিংহ ধোনিদের লড়াইয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘হতাশাজনক ফল, তবে শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার লড়াইয়ের মানসিকতা দেখে ভাল লাগল। গোটা প্রতিযোগিতায় ভারত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভাল করেছে। এতে আমরা গর্বিত। জয়-পরাজয় জীবনের অঙ্গ। ভবিষ্যতের জন্য দলকে শুভেচ্ছা।’
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে ভারতীয় দল মাত্র একটি ম্যাচ হেরেছিল। বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি ভেস্তে যায়। সেমিফাইনালেও হানা দেয় বৃষ্টি। গতকাল বৃষ্টির জন্য ম্যাচ শেষ করা যায়নি। আজ ফের শুরু হয় খেলা। সেই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।