নয়াদিল্লি: কোরিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়ায় পিভি সিন্ধুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, বিজেন্দ্র সিংহরা। তাঁরা প্রত্যেকে ট্যুইট করে সিন্ধুর এই সাফল্যকে কুর্ণিশ করেছেন।


আজ জাপানের নোজোমি ওকুহারাকে তিন গেমের উত্তেজক লড়াইয়ে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের বদলা নিয়েছেন সিন্ধু। তিনি তৃতীয় সুপার সিরিজ খেতাব জিতেছেন। এই সাফল্যের জন্য ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিন লিখেছেন, সিন্ধুর জন্য ভারত গর্বিত।


সচিন ট্যুইটে লিখেছেন, সিন্ধু গোটা দেশের অনুপ্রেরণা। সহবাগ একধাপ এগিয়ে সিন্ধুকে কিংবদন্তী আখ্যা দিয়েছেন। হায়দরবাদি শাটলারকে অভিনন্দন জানিয়ে এই শহরেরই প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ ট্যুইটারে লিখেছেন, সিন্ধুর সঙ্গে ওকুহারার ম্যাচ দেখতে দেখতে মনে হচ্ছিল, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা চলছে। সিন্ধুকে অভিনন্দন।


প্রথম ভারতীয় হিসেবে আজ কোরিয়া ওপেন সুপার সিরিজ জিতেছেন সিন্ধু। এজন্য তাঁকে অভিনন্দন জানিয়ে বিজেন্দ্র ট্যুইটারে লিখেছেন, সিন্ধুর জন্য ভারত গর্বিত।