নয়াদিল্লি: এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নের সোজাপাপ্টা উত্তর পাওয়া খুব কঠিন। কারণ, বিশ্বের বিভিন্ন দলের এমন কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা নিজেদের ব্যাটিং দক্ষতায় ক্রিকেট বিশেষজ্ঞ ও অনুরাগীদের মুগ্ধ করেছেন। কিন্তু এই প্রশ্নের সোজাসাপ্টাই উত্তরই দিলেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির। জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের মতো তাবড় ব্যাটসম্যানদের পিছনে রেখে তিনি বিরাট কোহলিকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন।

সম্প্রতি ট্যুইটারে চ্যাট সেশন করেন এই পাক বাঁহাতি পেসার। ম্যাচ ফিক্সিং বিতর্কের কালো অতীত পিছনে ফেলে ক্রমশ নিজেকে স্বমহিমায় মেলে ধরেছেন আমির। চ্যাট সেশনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কে?

প্রশ্নের উত্তরে কোনওরকম রাখঢাক না করেই আমির বলেছেন, রুট, স্মিথ, উইলিয়ামসন-সবাই সেরা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোহলিকেই সেরা ব্যাটসম্যান বলে মনে করি।





চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিধ্বংসী ওপেনিং স্পেলে ভারতের টপ অর্ডারকে তছনছ করে দলের জয় নিশ্চিত করেছিলেন আমির। তাঁর শিকার হয়েছিলেন ভারতের অধিনায়ক কোহলিও।

আমির জানিয়েছেন, ২০০৯-এ তাঁর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সচিন তেন্ডুলকরকে আউট করে একই রকমের তৃপ্তি পেয়েছিলেন।সেঞ্চুরিয়ানের ওই ম্যাচে সচিন ৮ রানে আউট হয়েছিলেন। গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের ৩০২ রান তাড়া করতে নেমে ৫৪ রান দূরেই থেমে যেতে হয়েছিল ভারতকে।

আমির আরও জানিয়েছেন, ২০১৬-র এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের স্পেলটি তাঁর অন্যতম সেরা। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ৮৪। ওই সামান্য রানের পুঁজি রক্ষা করতে নেমে রোহিত শর্মা, শিখর ধবন ও সুরেশ রায়নাকে তুলে নিয়েছিলেন তিনি। ভারতের স্কোর একটা সময় হয় ৩ উইকেটে ৮ রান। এই অবস্থা থেকে পাল্টা আক্রমণ শুরু করেন কোহলি। তাঁর ব্যাটে ভর করে জয় পায় ভারত।

চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ককে সেরা বলে কুর্ণিশ জানাতে কুন্ঠিত হননি আমির। আসলে আমির ও কোহলি সর্বদাই একে অপরের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে আসছেন। ম্যাচ ফিক্সিংয়ের কালো অধ্যায়ের আমির যেভাবে ফিরে এসেছেন, তার প্রশংসা করেছিলেন কোহলি। গত বছর ইডেনে টি ২০ বিশ্বকাপের ম্যাচের সময় কোহলি আমিরকে তাঁর ব্যাট উপহার দিয়েছিলেন।