হায়দরাবাদ: দীর্ঘদিনের লড়াইয়ের অবসান। অবশেষে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় ১৪৭-৭৩ ভোটের ব্যবধানে জিতলেন তিনি। দেশের হয়ে ৯৯ টেস্ট ও ৩৩৪টি একদিনের ম্যাচ খেলা আজহারউদ্দিন গত সপ্তাহে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেশ করেছিলেন। তাঁর মনোনয়ন প্রস্তাব করেন আদনান মেদমুদ ও সমর্থন করেন জিশান আদনান মেহমুদ।
এর ফলে ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসনে পাকাপাকিভাবে প্রবেশ করলেন আজহারউদ্দিন। একসময় গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভারতীয় বোর্ড তাঁকে নির্বাসিতও করেছিল। পরে সেই নির্বাসন তুলে নেওয়া হয়। এবার ফের ক্রিকেটের মূল স্রোতে ফিরলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
২০০৯ সালে তিনি রাজনীতির ময়দানেও প্রবেশ করেছিলেন। কংগ্রেসের সাংসদও হয়েছিলেন আজহারউদ্দিন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিপুল ভোটে জিতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মহম্মদ আজহারউদ্দিন
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2019 06:19 PM (IST)
শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় ১৪৭-৭৩ ভোটের ব্যবধানে জিতলেন তিনি
এক্ষেত্রে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেললেন কোহলি। একদিনের ক্রিকেটে আজহারের মোট রান ৯,৩৭৮।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -