নয়াদিল্লি: সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে বিস্তর আলোচনা চলছে।এরইমধ্যে চার নম্বরের লড়াইয়ে নিজেকে সামিল করলেন দল থেকে ছিটকে যাওয়া সুরেশ রায়না। ২০১৮-র পর ৩২ বছরের রায়নাকে নীল জার্সিতে দেখা যায়নি। কিন্তু ব্যাটিং অর্ডারের বহুচর্চিত জায়গায় সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেন বলে বিশ্বাস করেন রায়না।
আগামী বছরই টি ২০ বিশ্বকাপ। তার আগে একটি সাক্ষাত্কারে রায়না দলে প্রত্যাবর্তনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। রায়না বলেছেন, আমি ভারতের চার নম্বর ব্যাটসম্যান হতে পারি। এর আগেও ওই জায়গায় ব্যাট করেছি এবং সাফল্য পেয়েছি। টি ২০ বিশ্বকাপ আসছে। তাই ওই জায়গায় সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।
উল্লেখ্য, টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে গত কয়েক বছর ধরেই জোর আলোচনা চলছে। অম্বাতি রায়ডুকে নিয়ে দল পরীক্ষা করেছিল। কিন্তু একদিনের ক্রিকেটের বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া হয়নি। তাঁর পরিবর্তে বিজয় শঙ্করকে নেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যান তিনি। এরপর ঋষভ পন্তকে এই জায়গায় খেলানো হয়। কিন্তু তিনি নিজেকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নিজেকে প্রমাণ করতে পারেননি। বারবার সুযোগ পেয়েও ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।
রায়না মনে করছেন, রায়না এই মুহূর্তে সম্ভবত বিভ্রান্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে তার সঙ্গে বসে কারুর কথা বলা উচিত।
রায়না বলেছেন, ওকে বিভ্রান্ত মনে হচ্ছে। নিজের স্বাভাবিক খেলাটা খেলছে না। ওই সিঙ্গল নিয়ে খেলছে। আসলে ও ঠিকমতো পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। ধোনি যেমন করত তেমনিভাবে ওর সঙ্গে কারুর কথা বলা উচিত। ক্রিকেট মানসিক খেলা এবং স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ওর পাশে দাঁড়াতে হবে। এখন মনে হচ্ছে, ও কোনও নির্দেশ মেনে খেলছে আর তা কাজ করছে না।
বাঁহাতি ব্যাটসম্যান রায়না বলেছেন, ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে মহেন্দ্র সিংহ ধোনির। আগামী বছরের টি ২০ বিশ্বকাপে দলের মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারেন তিনি।
ভারতীয় দলের চার নম্বরে তিনি প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেন, বললেন রায়না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2019 04:39 PM (IST)
সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে বিস্তর আলোচনা চলছে।এরইমধ্যে চার নম্বরের লড়াইয়ে নিজেকে সামিল করলেন দল থেকে ছিটকে যাওয়া সুরেশ রায়না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -