দেখুন: লাসিথ মালিঙ্গার মতোই বোলিং অ্যাকশন শ্রীলঙ্কার ১৭ বছরের এই বোলারের, কলেজ ক্রিকেটে সাত রানে নিলেন ছয় উইকেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2019 02:46 PM (IST)
২০০৪-এ কাঁধের পাশ দিয়ে বোলিং অ্যাকশনের জন্য নজর কেড়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার ২১ বছরের তরুণ লাসিথ মালিঙ্গা। এই ভিন্ন ধরনের বোলিং অ্যাকশন মারাত্মক ইয়র্কারের মাধ্যমে ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে ফেলে দেওয়ার ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছিল।
নয়াদিল্লি: ২০০৪-এ কাঁধের পাশ দিয়ে বোলিং অ্যাকশনের জন্য নজর কেড়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার ২১ বছরের তরুণ লাসিথ মালিঙ্গা। এই ভিন্ন ধরনের বোলিং অ্যাকশন মারাত্মক ইয়র্কারের মাধ্যমে ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে ফেলে দেওয়ার ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছিল। মালিঙ্গার চমকপ্রদ উত্থানের পর ১৫ বছর কেটে গিয়েছে। টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এবার ঠিক তাঁরই মতো অ্যাকশনের এক বোলারের হদিশ পেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। ওই বোলারের নাম মাথিশা পাথিরানা। ১৭ বছরের এই ক্রিকেটারের অ্যাকশন মালিঙ্গার মতোই। আর তাঁর হাতেও রয়েছে কিছু দুরন্ত ইয়র্কার। ট্রিনিটি কলেজের হয়ে পাথিরানার বিধ্বংসী বোলিং স্পেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এটাই ছিল এই তরুণ বোলারের তাঁর কলেজের হয়ে অভিষেক ম্যাচ। আর প্রথম ম্যাচেই মাত্র সাত রানে বিপক্ষ শিবিরের ছয় ব্যাটসম্যানকে তুলে নিলেন তিনি। ভিডিও থেকে স্পষ্ট যে, ব্যাটসম্যানরা বোলারের বলে লেংথ ঠিকমতো বুঝতে না পেরে তাঁদের উইকেট হারাচ্ছেন। এই টিনএজ বোলিং সেনসেশন ইতিমধ্যেই প্রাদেশিক টুর্নামেন্টে শ্রীলঙ্গা অনূর্দ্ধ ১৯ দলে জায়গা করে নিয়েছেন।