হায়দরাবাদ: মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন মহারাষ্ট্রের এক ভ্রমণ সংস্থার মালিক। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন।


ঔরঙ্গাবাদের একটি ভ্রমণ সংস্থার মালিক মহম্মদ শাহাব অভিযোগ করেছেন আজহারউদ্দিন-সহ মোট তিনজনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগপত্রে বলা হয়েছে, আজহারউদ্দিনের আপ্তসহায়ক মুজিব খানের অনুরোধে একাধিক আন্তর্জাতিক উড়ানের টিকিট বুক করা হয়েছিল। যার মোট মূল্য ২০.৯৬ লক্ষ টাকা। শাহাবের অভিযোগ, একাধিকবার টিকিটের দাম অনলাইনে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেই তিনি কোনও টাকা পাননি। পুলিশকে তিনি জানিয়েছেন, মুজিব খানের সহকারী সুদেশ অক্কাল তাঁকে ই-মেল করে ১০ লক্ষ ৬০ হাজার টাকা পাঠানো হয়েছে বলে জানান। যদিও তিনি কোনও টাকা পাননি। পরে তাঁকে মুজিব ও সুদেশ দুটি চেকের ছবি তুলেও পাঠান। তবে তিনি টাকা পাননি বলে দাবি করেছেন শাহাব।



আজহারউদ্দিন, মুজিব ও সুদেশের বিরুদ্ধে ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৩৪ ধারায় পুলিশের কাছে অভিযোগ করেছেন শাহাব। যদিও আজহারউদ্দিন সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। প্রচার পেতে এসব করা হয়েছে। আমি আইনি পরামর্শ নেব এবং ১০০ কোটি টাকার মানহানির মামলা করব।’