নয়াদিল্লি: ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক মহম্মদ কাইফকে বাস ড্রাইভার বলে স্লেজিং করেছিলেন ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক নাসির হুসেইন। কাইফই এ কথা জানিয়েছেন। ট্যুইটারে এক ক্রিকেটভক্তর প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কাইফ।


একদিনের আন্তর্জাতিকে ভারতের স্মরণীয়তম জয়গুলির অন্যতম ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল। ৩২৬ রান তাড়া করতে নেমে ভারতীয় দল একসময় ১৪৬ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেই পরিস্থিতি থেকে দলকে জয় এনে দেন কাইফ ও যুবরাজ সিংহ। কাইফ ৭৫ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন।



এই জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানো ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে আছে। তবে এই ম্যাচেই যে কাইফকে এভাবে স্লেজিং করেছিলেন হুসেইন, সেটা এতদিন পরে জানা গেল।