মুম্বই ও কলকাতা: মহম্মদ শামি নিয়ে তৎপর বিসিসিআই। শামির স্ত্রী হাসিন জাহানের আইনজীবীকে ফোন বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই-এর। শামিকে তলব বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার। দিল্লিতে প্রায় তিন ঘণ্টা ধরে ভারতীয় পেসারকে জেরা করা হল। কাল মুম্বইয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানে শামি-বিতর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা।
বুধবারই শামির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে উদ্যোগী হয় বিসিসিআই। আর, এদিন ভারতীয় এই পেসারের স্ত্রী হাসিন জাহানের আইনজীবীর সঙ্গে দুপুর তিনটেয় ফোনে কথা বলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই। আইনজীবীর কাছে হাসিন জাহানের করা এফআইআরের প্রতিলিপি চেয়ে পাঠান তিনি। বিকেলেই তা পাঠিয়ে দেওয়া হয় বোর্ডকে।
বুধবার সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটি শামির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তভার দেয় বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখার অফিসার নীরজ কুমারকে। কিন্তু শুধু বোর্ডের দুর্নীতি দমন শাখার অফিসারের তথ্য সংগ্রহের অপেক্ষায় না থেকে এবার নিজেই হাসিনের আইনজীবীর সঙ্গে কথা বললেন প্রশাসনিক কমিটির প্রধান।
বিনোদ রাই যখন হাসিন জাহানের আইনজীবীর কাছ থেকে তথ্যসংগ্রহে ব্যস্ত, তখন দুর্নীতিদমন শাখার অফিসার নীরজ কুমার বৃহস্পতিবারই তলব করেন শামিকে। নয়া দিল্লিতে এদিনই মহম্মদ শামির বক্তব্য শুনতে চান নীরজ কুমার। দুবাইয়ে সামি কেন পাক তরুণীর কাছ থেকে অর্থ নিয়েছেন, সেই বিষয়ে খতিয়ে দেখতে চান তিনি। জানা গিয়েছে, প্রয়োজনে চাওয়া হবে তথ্যপ্রমাণও। ফের জেরা করা হতে পারে মহম্মদ শামিকে।
প্রসঙ্গত, হাসিনের অভিযোগের পরই বোর্ডের চুক্তি থেকে শামিকে বাদ দেওয়া হয়। আর বুধবার থেকে বোর্ড যেভাবে তাঁর ব্যাপারে তৎপর, তাতে আইপিএলের আগে বাংলার এই পেসারের ক্রিকেট ভবিষ্যত কোন দিকে যায়, তা জানতে অপেক্ষায় ক্রিকেটমহল।
শামিকে তিন ঘণ্টা জেরা বিসিসিআই দুর্নীতি দমন শাখার, স্ত্রীর আইনজীবীকে ফোন বিনোদ রাইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2018 02:35 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -