কলকাতা: ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী-য়ের একাধিক চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট। আর তাই ঘিরে মঙ্গলবার দুপুর থেকেই উত্তপ্ত হল ভারতীয় ক্রিকেটমহল। হোয়াটস অ্যাপের একান্ত ঘনিষ্ঠ কথোপকথনের স্ক্রিনশট... উপরে লেখা শামির ফুর্তির নমুনা ...
এতেই ক্ষান্ত হননি ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। ফেসবুকেই একাধিক ভিন রাজ্যের মহিলাদের ছবি এমনকী এক ভিনদেশী মহিলার ছবিও পোস্ট করে অভিযোগ করেছেন ভারতীয় ফাস্ট বোলার একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্কে লিপ্ত।
পরে এবিপি আনন্দর ক্যামেরাতে হাসিন জাহান অভিযোগ করেন মহম্মদ শামি শুধুমাত্র বিবাহ বহির্ভুত সম্পর্কেই লিপ্ত নন তাঁকে মানসিক ও শারিরিক অত্যাচারও করেছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে এমনকী তার আগেও।
মঙ্গলবার দুপুর থেকেই একাধিক ফেসবুক পোস্ট করতে থাকেন হাসিন জাহান। মহম্মদ শামির স্ত্রী-য়ের এসব পোস্ট ঘিরে উত্তাপ ছড়াতে থাকে ভারতীয় ক্রিকেটমহলে। মঙ্গলবার রাতে হাসিন জাহান বলেন এর আগে তাঁকে খুনের হুমকিও দেন মহম্মদ শামি ও তাঁর পরিবার। দক্ষিণ আফ্রিকায় কয়েকদিন আগে খেলে ফিরে আসার পথে দুবাইয়ে এক মহিলার সঙ্গে কয়েকদিন কাটিয়েছেন শামি, এই অভিযোগও করেছেন তাঁর স্ত্রী।
হাসিনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ক্রিকেটার শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্কে লিপ্ত থাকা এবং বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই আইনজীবিদের সঙ্গে পরামর্শ করেছেন। আদালতের দারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
হাসিন জাহান যখন সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট করছেন তখন ভারতীয় ফাস্ট বোলার ধরমশালায় ব্যস্ত ছিলেন দেওধর ট্রফির ম্যাচে খেলতে। ম্যাচের পর চেষ্টা করেও মহম্মদ শামির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রথমে হাসিন জাহানের ফেসবুক পোস্ট। পরে সরাসরি তাঁর চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রীতিমতো প্রবল চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট মহলে।