এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্কে উত্তাপ চরমে। সূর্যকুমার যাদবের মন্তব্য নিয়েও সোশাল মিডিয়ায় একাধিক আক্রমণ করেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)  ভারতের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হলেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট প্লেয়ার মহম্মদ ইউসুফের মতো হয়নি। 

Continues below advertisement

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ কদর্য ভাষা প্রয়োগ করে ভারতীয় দল ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে দুষেছেন। সামা টিভিকে মহম্মদ ইউসুফ বলেছেন, ”ভারত তাদের ফিল্মি জগৎ থেকে বেরোতে পারল না। ওরা যেভাবে জিতেছে তাতে লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারকে ব্যবহার করে, ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করিয়েছে।” এরপর সূর্যকে তিনি ‘সুয়ার কুমার’ বলে সম্বোধন করেন। শো-এর সঞ্চালক তাঁকে বারবার ভারত অধিনায়কের সঠিক নাম ‘সূর্য’, সেটা মনে করিয়ে দিলেও একাধিকবার ইউসুফ তাঁকে ‘সুয়ার কুমার’ বলেন।

১৯৯৮ থেকে ২০১০ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ২৮৮টি ওয়ানডে, ৯০টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেলা ইউসুফের মন্তব্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্ষুব্ধ। করমর্দন বিতর্কের পর ইউসুফের এই মন্তব্য নিয়ে ভারতের নেটিজেনরাও এক হাত নিয়েছে।                                 

অন্যদিকে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি করেছে পাকিস্তান। এসিসি-র কাছে পিসিবি দাবি জানায়, ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পাইক্রফ্টকে সরানো না হলে তারা খেলবে না এশিয়া কাপ।                         

প্রসঙ্গত, এপ্রিলে পহেলগাঁও জঙ্গিহানায় নিরীহ পর্যটকদের প্রাণনাশের ঘটনার কথা ভোলেননি সূর্যকুমার যাদব। পাকিস্তান ম্যাচ জেতার পর সংহতি প্রকাশ ভারত অধিনায়কের। সূর্যকুমার যাদব বলেন, 'পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।' সংক্ষিপ্ত কথায় নিজের অনুভূতি ব্যক্ত করেন সূর্য। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা।‌