বার্মিংহাম: তিনি সেমিফাইনালে পৌঁছনোর পরেই আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। বক্সিং থেকে হয়তো সোনা জয়ের অভিযানে নামার ছাড়পত্র আদায় করে নেবেন। তবে লড়াই করেও পারলেন না ভারতের বক্সার মহম্মদ হুসামুদ্দিন (Mohammed Hussamuddin)। পুরুষদের বক্সিংয়ের ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের সেমিফাইনালে ঘানার প্রতিপক্ষ জোসেফ কোমির কাছে ১-৪ ব্যবধানে হেরে গেলেন। তাই ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় মুষ্টিযোদ্ধাকে।




সোনার দৌড়


চলতি কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতীয় পালোয়ানদের দাপট চলছে। কুস্তিতে সোনা জিতলেন নবীন। পুরুষদের কুস্তির ৭৪ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে নবীনের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের শরিফ তাহির। পাক প্রতিপক্ষ মানেই স্নায়ুর যুদ্ধ। যে দ্বৈরথে কার্যত একপেশেভাবে জিতলেন নবীন। ৯-০ ব্যবধানে হারালেন প্রতিপক্ষকে। কুস্তিতে এ নিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ষষ্ঠ সোনা এল। শনিবার এল মোট তিন সোনা।


গ্লাসগো, গোল্ড কোস্টের পর বার্মিংহাম। টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতলেন ভিনেশ ফোগত (Vinesh Phogat)। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ২০১৪ গ্লাসগো ও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর। ভারতীয় কুস্তিগীরের হাত ধরে চলতি কমনওয়েলথে ১১ তম সোনা এল ভারতের ঝুলিতে। বার্মিংহাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ১১টি সোনার পাশাপাশি ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।


সোনা রবি দাহিয়ার


অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে। কমনওয়েলথে অবশ্য বাজিমাত করলেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। বার্মিংহামে দেশকে দশম সোনা এনে দিলেন ভারতীয় এই কুস্তিগীর। পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে আগাগোড়া দাপট দেখিয়ে নাইজেরিয়ার এবিকেয়েনিমো ওয়েলসনকে ১০-০ ফলে হারিয়ে বাজিমাত করেন রবি। প্রসঙ্গত, সেমিফাইনালে পাকিস্তানের আসাদ আলিকে ১২-৪ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভর করেই ফাইনালে খেলতে নেমেছিলেন অলিম্পিক্সের রুপোজয়ী, তাতে ভর করেই সোনা জিতে নিলেন তিনি। এদিকে, মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট।


ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আপডেট


কমনওয়েলথ গেমসের (CWG 2022) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদকের দৌড় চলছে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল (Avinash Mukund Sable) রুপো জিতেছেন। ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে ৩ হাজার মিটার সম্পূর্ণ করেন অবিনাশ। যা জাতীয় রেকর্ডও। সোনা জিতেছেন কিনিয়ার আব্রাহাম কিবিবোট। ব্রোঞ্জও গিয়েছে কিনিয়ার ঝুলিতে। জিতেছেন ওমোস সীরম।


আরও পড়ুন: বক্সিংয়ের ফাইনালে অমিত, পদক জয় নিশ্চিত