সাউদাম্পটন: ১৯৮৭ সালের পর ২০১৯। মাঝখানে কেটে গিয়েছে ৩২ বছর। সেবার নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন চেতন। আজ সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি। বিশ্বকাপের ইতিহাসে এই দু’জন ভারতীয়ই এখনও পর্যন্ত হ্যাটট্রিকের নজির গড়েছেন।



ভুবনেশ্বর কুমার চোট না পেলে শামি এবারের বিশ্বকাপে খেলার সুযোগ পেতেন কি না, সে বিষয়ে সংশয় ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শামি চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় আজ দলে আসেন শামি। প্রথম সুযোগেই বাজিমাত করলেন বাংলার এই পেসার। তিনিই আফগান শিবিরে প্রথম আঘাত হানেন, শেষটাও তিনিই করলেন। ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম নায়ক হয়ে গেলেন শামি।