নয়াদিল্লি: আজ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্থর ইনিংস খেলায় ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশে তোপ দেগে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। অবসর নেওয়ারও পরামর্শ দিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী।









আজ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৫২ বলে মাত্র ২৮ রান করেন ধোনি। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। প্রয়োজনের সময় দলের রানের গতি বাড়াতে ব্যর্থ হন ধোনি। এই কারণেই তিনি সমালোচিত হচ্ছেন।