করাচি: এবারের বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স যতই হতাশাজনক হোক না কেন, মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে আশাবাদী প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতোই বড় খেলোয়াড় হয়ে উঠতে পারেন বাবর।

আগামীকাল লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তার আগে আফ্রিদি বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের একজন খেলোয়াড়ই ধারাবাহিকতা দেখাচ্ছে। তার নাম বাবর আজম। আশা করি ও বিরাট কোহলির মতোই বড় খেলোয়াড় হয়ে উঠবে। তবে বাবর যদি ৫০-৬০ বল খেলে ৫০-৬০ রান করেও পাকিস্তানকে জেতাতে না পারে, তাহলে ওর পক্ষে বড় খেলোয়াড় হয়ে ওঠা সম্ভব হবে না। ওকে বড় ইনিংস খেলতে হবে। ভারতীয় খেলোয়াড়দের উদাহরণ হাতের সামনেই আছে। ওরা যখনই বড় রান করে, তখনই লম্বা ইনিংস খেলে। এটা মানসিক অবস্থা এবং প্রশিক্ষণের উপর নির্ভর করে।’