টি-২০ সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। পরের দু’টি ম্যাচ ৮ ও ১১ ডিসেম্বর যথাক্রমে তিরুঅনন্তপুরম ও হায়দরাবাদে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে। পরের ম্যাচ ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে। শেষ ম্যাচে ২২ ডিসেম্বর কটকে।
টি-২০ সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধবন, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আয়ার, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।
একদিনের সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আয়ার, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।