নয়াদিল্লি: দেশের প্রতি দায়বদ্ধতা। চোটের ঝুঁকি স্বত্ত্বেও জাতীয় দলের হয়ে খেলেছিলেন। আর শেষপর্যন্ত হাঁটুর চোটের জন্য খেলতে পারেননি আইপিএলে। যদিও যন্ত্রনা সহ্য করে বিশ্বকাপে দলের হয়ে খেলেছিলেন।এজন্য ভারতীয় দলের পেসার মহম্মদ সামিকে ২.২ কোটি টাকা ক্ষতিপূরণ দিল বিসিসিআই।
বিসিসিআইটিভি-তে পাওয়া তথ্য অনুযায়ী, হাঁটুর চোটের জন্য ২০১৫-র আইপিএলে খেলতে না পারার জন্য সামিকে ২,২৩,১২,৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
উল্লেথ্য, হাঁটুর যন্ত্রনা নিয়েই ২০১৫-তে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপ খেলেছিলেন সামি। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও খেলেন তিনি। বিশ্বকাপে তিনিই ছিলেন ভারতের বোলিং আক্রমণের সেরা অস্ত্র। ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে তাঁর বড় অবদান ছিল।
যন্ত্রনা নিয়েও দেশের হয়ে খেলার পর হাঁটুর চোটে কাবু হয়ে পড়েন সামি। হাঁটুর অস্ত্রোপচার করতে হয়। এই কারণেই ২০১৫-র আইপিএলে খেলতে পারেননি তিনি। এজন্যই ২৫ বছর বয়সী সামিকে ক্ষতিপূরণ দিল বোর্ড।
বিশ্বকাপে তিনি পাঁচ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন সামি। টুর্নামেন্টের পঞ্চম সেরা বোলার ছিলেন তিনি।
চোটের জন্য আইপিএলে খেলতে না পারায় সামিকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ বোর্ডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2016 03:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -