কলকাতা: ময়দানের দুই প্রধান, ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে এক সময় ভারতীয় ফুটবল কাঁপাত ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। সেই প্রতিপত্তি খানিকটা খর্ব হলেও, এবার মহামেডানকে বিশেষ সম্মান জানাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।
চিঠি পাঠানো হয়েছে মহামেডানকে
কলকাতা তথা ভারতীয় ফুটবলে মহামেডানের অবদানের স্বকৃতিস্বরূপ মহামেডান ক্লাবকে 'বঙ্গবিভূষণ'-এ সম্মানিত করতে চলেছে মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সাদা-কালো ব্রিগেডের সচিব দানিশ ইকবাল এবং সভাপতি আমীরউদ্দিন ববিকে এই বিষয়টি জানিয়ে, নবান্নের তরফে চিঠিও পাঠানো হয়েছে। সেই চিঠিতে ভারতীয় 'ফুটবলের গৌরব' হিসাবে মহামেডানকে ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশেই বসানো হয়েছে।
নজরুল মঞ্চে অনুষ্ঠান
চিঠিতে লেখা, 'বাংলা ক্রীড়াক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাব এক বিশেষ নাম। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে একই সুরে উচ্চারিত হয় মহামেডান স্পোর্টিং ক্লাবের নাম। ক্রীড়া জগতে মহামেডান স্পোর্টিং ক্লাব বাঙালি তথা সমগ্র ভারতবাসীর হৃদয়ে গৌরবের স্থান দখল করে রয়েছে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, ২০২২, সোমবার, বিকেল ৪টেয় কলকাতা নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মহামেডান স্পোর্টিং ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে আগ্রহী।'
মহামেডান ক্লাবের তরফে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাঠানো এই আমন্ত্রপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানানো হয়। ক্লাবের তরফে বলা হয়, 'ভারতীয় ফুটবলে মহামেডান স্পোর্টিংয়ের অবদানকে স্বকৃতি দেওয়ার জন্য আমাদের তরফে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্য়ায়কে অনেক ভালবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ভালবাসার মহামেডানের স্পোর্টিং ক্লাবের জন্য সত্যিই আজ ভীষণ গর্বের দিন।'
প্রসঙ্গত, আইএসএলে অংশগ্রহণ করার বিষয়েও ময়দানের সাদা-কালো ব্রিগেড় রাজ্যের মুখ্যমন্ত্রীরই দিকে চেয়ে রয়েছে। ইস্টবেঙ্গলকে সাহায্য করেছিলেন মমতা। দুই প্রধানই খেলছে আইএসএলে। মহামেডানও সেই সুযোগ পায় কিনা, এখন সেটাই দেখার।
আরও পড়ুন; এক থ্রোই যথেষ্ট, সরাসরি ফাইনালের টিকিট পাকা করলেন নীরজ