কলকাতা: ১৯৮১ সালের পর ২০২১, চার দশক পর ফের কলকাতা ফুটবল লিগের রং সাদা-কালো। দীর্ঘদিন পর কলকাতা লিগ এল মহমেডান স্পোর্টিংয়ের তাঁবুতে। আজ প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ফাইনাল ম্যাচে রেলওয়ে এফসি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস জোশেফ। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও, গোল ধরে রাখে মহমেডান। মার্কাসের গোলটাই শেষপর্যন্ত খেতাব এনে দিল। চার দশক পর কলকাতা লিগ জিতে উচ্ছ্বসিত সাদা-কালো শিবির। 


এদিন প্রিয় দলের জয় দেখতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির ছিলেন প্রায় ৪০ হাজার দর্শক। তাঁরাও মহমেডানের জয়ে উল্লসিত। 


এই নিয়ে ১২ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং। বেশিরভাগ জয়ই অবশ্য স্বাধীনতার আগে। সেই সময় কলকাতার সেরা দল ছিল মহমেডান। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে পরপর পাঁচবার কলকাতা লিগ জিতে অসাধারণ নজির গড়ে সাদা-কালো ব্রিগেড। ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত পরপর পাঁচবার কলকাতা লিগের ঠিকানা ছিল সাদা-কালো তাঁবু। ১৯৩৯ সালে লিগ জিততে না পারলেও, ১৯৪০ ও ১৯৪১ সালে পরপর দু’বার কলকাতা লিগ জেতে মহমেডান। স্বাধীনতার পর সাদা-কালো ব্রিগেডের প্রথম কলকাতা লিগ জয় ১৯৪৮ সালে। এরপর থেকেই ধীরে ধীরে তাদের সাফল্য ফিকে হতে শুরু করে। ১৯৫৭ সালে ফের লিগ জিতলেও, ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয় ১৯৬৭ সাল পর্যন্ত। তারপর আবার লিগ জয় ১৯৮১ সালে। আজ ৪০ বছর পর ফের খেতাব এল সাদা-কালো তাঁবুতে। 


১৯৮১ থেকে ২০২০ পর্যন্ত কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও, চারবার রানার্স হয় মহমেডান। সবমিলিয়ে মোট ৯বার কলকাতা লিগে রানার্স হয়েছে মহমেডান স্পোর্টিং। বছরগুলি হল ১৯৪২, ১৯৪৪, ১৯৪৯, ১৯৬০, ১৯৭১, ১৯৯২, ২০০২, ২০০৮ ও ২০১৬-১৭। 


এবারের কলকাতা লিগে খেলেনি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। দুই প্রধান না থাকায় এবারের লিগের সেরা আকর্ষণ ছিল মহমেডানই। সমর্থকদের প্রত্যাশা ছিল মার্কাসদের নিয়ে। তাঁরা সেই প্রত্যাশা পূরণ করলেন।