কলকাতা: একে প্রতিপক্ষের ডেরা। তার ওপর বিপক্ষ আই লিগ (I-League) পয়েন্ট টেবিলে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। খেতাবের অন্যতম দাবিদার।


জোড়া চাপ সামলেও গোকুলাম কেরল এফসি-কে (Gokulam Kerala FC) হারিয়ে দিল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ম্যাচের পরতে পরতে থাকল নাটক। জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। বিরতির কিছু আগে পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল গোকুলাম কেরল এফসি। সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় গোকুলাম। ২-২ করে দেয়। প্রথমার্ধে মহমেডানের হয়ে গোল দুটি করেছিলেন যথাক্রমে এদি হার্নান্দেজ ও অ্যালেক্সিস গোমেজ়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ব্যবধান কমান গোকুলাম কেরল এফসি-র নৌফল। বিরতির পর স্কোরলাইন হয় ২-২। গোকুলাম কেরল এফসি-কে সমতায় ফেরান নিধিন কৃষ্ণ।


সাদা কালো ব্রিগেডকে স্বস্তি দেন ডেভিড লালহানসাঙ্গা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে তিনি গোল করে ম্যাচ জেতান মহমেডানকে। 


চলতি আই লিগ জয়ের অন্যতম ফেভারিট মহামেডান স্পোর্টিং ক্লাব। গোকুলাম ম্যাচে কঠিন লড়াই হবে বলেই মনে হচ্ছিল। কারণ, গোকুলাম শক্ত প্রতিদ্বন্দ্বী। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার জন্য মরিয়া ছিল সাদা কালো শিবির। গোকুলামও শেষ মুহূর্ত পর্যন্ত সেয়ানে সেয়ানে টক্কর দেয়। ম্যাচে সব মিলিয়ে হল পাঁচ গোল। ৩-২ গোলে ম্যাচ জিতল মহমেডান।


গোকুলামের বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া ছিল সাদা কালো শিবির। মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভ এদিন আক্রমণভাগে ডেভিডের সঙ্গে অ্যালেক্সিস গোমেজ় ও এদি হার্নান্দেজ়কে রেখে ৩-৪-৩ ছকে দল সাজিয়েছিলেন। কোঝিকোড়ে ই এম এস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মহমেডানের আক্রমণের ঝড়ে নাজেহাল হয়ে গিয়েছিল গোকুলাম। ১৬ মিনিটে ১-০ করেন হার্নান্দেজ়। প্রথম গোলের সাত মিনিটের মধ্যেই মহমেডানকে ২-০ এগিয়ে দেন অ্যালেক্সিস। শেষে ডেভিডের গোলে মুখে হাসি ফুটল মহমেডান সমর্থকদের।


 






এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানেই থাকল মহমেডান। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান। ১৮ ম্যাচে গোকুলামের পয়েন্ট দাঁড়াল ৩২। 


আরও পড়ুন: কেন কাজ ও দক্ষতার ভিত্তিতে সমাজে মেয়েদের মূল্যায়ন হবে না, প্রশ্ন তুললেন সানিয়া


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে