Recruitment News: পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে বিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। রাজ্য সরকার এবার বিভিন্ন পদে প্রচুর নিয়োগ (WB Gram Panchayat Recruitment) করতে চলেছে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিষয়ে সরকারি তরফে ঘোষণা হয়ে গিয়েছে, বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে মোট ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জেলা স্তরের নির্বাচনী কমিটির মাধ্যমেই এই পদে নিয়োগ পরিচালিত হবে।
কোন কোন পদে নিয়োগ হবে
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন পদে আলাদা আলাদা শূন্যপদে পৃথক পৃথক জেলায় নিয়োগ হবে। তবে বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে নিম্নলিখিত পদগুলির জন্যেই মূলত নিয়োগ করবে রাজ্য সরকার।
- এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি
- অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন
- গ্রুপ ডি- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার
- অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট
- ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল বা সিভিল)
- পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার
- কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট
বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক কতগুলি শূন্যপদ রয়েছে তাঁর তালিকাও প্রকাশ করা হয়েছে। দেখে নেওয়া যাক কোন জেলায় কতগুলি শূন্যপদ।
- কোচবিহার – ১৫১
- দক্ষিণ দিনাজপুর- ৩৩১
- দার্জিলিং- ৫৩৯
- হুগলি – ১০৪
- হাওড়া- ১০৩
- জলপাইগুড়ি- ১৫১
- ঝাড়গ্রাম- ২০০
- কালিম্পং – ১৫১
- মালদা- ১০২
- মুর্শিদাবাদ – ১৩৩
- নদিয়া – ৪৮৬
- উত্তর ২৪ পরগণা – ৩৭৯
- পশ্চিম বর্ধমান – ৪৮৫
- পশ্চিম মেদিনীপুর – ৯৭
- পূর্ব বর্ধমান – ২৩৮
- পুর্ব মেদিনীপুর – ২৩৮
- পুরুলিয়া – ৩১১
- দক্ষিণ ২৪ পরগণা- ৪৮৪
- উত্তর দিনাজপুর – ২০০
- শিলিগুড়ি মহকুমা – ২৫
কীভাবে নিয়োগ হবে
মূলত এইসব পদে নিয়োগের (WB Gram Panchayat Recruitment) জন্য একটি লিখিত পরীক্ষা থাকবে, থাকবে ইন্টারভিউর ব্যবস্থাও। তবে এখনও সরকারি তরফে এ বিষয়ে কিছু বিস্তারিত জানানো হয়নি। কবে পরীক্ষা হবে, কবে থেকে নিয়োগ শুরু সেটাও কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। এই পদে নিয়োগের বিষয়ে সমস্ত তথ্য জানা যাবে www.prd.wb.gov.in ওয়েবসাইটে। এ বিষয়ে রাজ্য সরকার সমস্ত ডিস্ট্রিক লেভেল সিলেকশন কমিটির উপর নির্দেশ দিয়েছে যাতে সেই সংস্থার তরফে নিয়োগে ব্যাপারে নিয়োগ নীতি মেনে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI